Loading...
Join Us

MLBB Divas Rumble

সাম্প্রতিক বছরগুলোতে গেমিং টুর্নামেন্টের এক আমূল পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে ২০ দশকের শেষে গেমিং টুর্নামেন্টটি একটি জনপ্রিয় ইভেন্টে পরিণত হয়েছে।

একটি ফিল্ডের প্রধান ভূমিকাই হলো নারী ও পুরুষদের সমান তালে এগিয়ে নিয়ে যাওযার চেষ্টা করা। কোনো কিছু সামনে এগিয়ে নিতে হলে নারীদেরকেও সমান ভাবে সুযোগ দেওয়া উচিত। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারনে নারীরা টুর্নামেন্টে এতটা অবদান রাখতে পারছে না। আর সেই প্রতিবন্ধকতা দূরীকরনে অসামান্য অবদান রাখতে পারে নারীদের গেমিং টুর্নামেন্ট। এই গেমিং টুর্নামেন্ট নারীদেরকে সামনে আরো ভালো করার, টুর্নামেন্টে অংশগ্রহন করার সাহস দিবে, অনুপ্রেরণা যোগাবে।

আর এই চ্যালেঞ্জকে সামনে রেখে মোবাইল লিজেন্ডস নিয়ে এলো MLBB Divas Rumble

MLBB Divas Rumble

সম্প্রতি ICC টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমাদের বেশিরভাগ টুর্নামেন্টে দেখা যায় না নারীদেরকে তেমনভাবে অংশগ্রহন করতে। তাই ICC এর পাশাপাশি মোবাইল লিজেন্ডস নিয়ে এলো ICC Female টুর্নামেন্ট। যেই টুর্নামেন্ট একটি প্রতিষ্ঠান থেকে একটি দলে শুধু নারীরাই অংশগ্রহন করতে পারবে। এবং এটিই হতে যাচ্ছে অফিসিয়াল মোবাইল লিজেন্ডস মহিলাদের প্রথম ল্যান টুর্নামেন্ট।

স্লট

এখানে স্লট থাকবে ২৪ টি। রেজিষ্ট্রেশন করার জন্য মোবাইল লিজেন্ডস অফিসিয়াল বাংলাদেশের পেজের পোস্ট ফলো করুন।

প্রাইজপুল

টুর্নামেন্টটিতে প্রাইজ হিসেবে থাকতে যাচ্ছে ৪০,০০০ ডায়মন্ড। এছাড়া আরো কনটেস্ট, লাইভ গিভওয়ে এবং কুইজতো থাকছেই।

প্রথম অফিসিয়াল মেয়েদের টুর্নামেন্ট ল্যান

এই টুর্নামেন্টটিতে সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলো অনলাইনে পরিচালনা করা হবে। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ল্যান ইভেন্টে। যেটিই নাকি এই প্রথম অফিসিয়াল ল্যান টুর্নামেন্ট হতে যাচ্ছে। সাথে তো আরো আয়োজন থাকতে যাচ্ছেই ।

উপসংহার

সকল ক্ষেত্রেই মেয়েদের সমান ভাবে সুযোগ সুবিধে দেওয়া দরকার। তাদের বাধা , প্রতিবন্ধকতা দূর করতে তাদের জন্য বিশেষভাবে এই MLBB Divas Rumble টুর্নামেন্টের আয়োজন। যেটি বাংলাদেশের মেয়েদেরকে গেমিং জগতে এক উচ্চ শিহরে পৌঁছে দিতে অনেকটা ভূমিকা রাখবে।

wpChatIcon
wpChatIcon