Loading...
Join Us

Inter Campus Championship

স্কুল থেকেই শুরু হয় আমাদের প্রতিযোগিতার লড়াই। সেটা পড়াশুনা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা খেলাধুলা হোক। আমরা সবসময় নিজেদের দেখতে চাই প্রথম পর্যায়ে। অন্যকে পিছনে ফেলে নিজে এগিয়ে যাওয়া, বিজয়ের আসনে নিজেকে দেখা এক অপার্থিব সুখের যোগান দেয়। আর এই প্রতিযোগিতাকে আরো এক ধাপ এগিয়ে নিতে মোবাইল লিজেন্ডস নিয়ে এলো ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপ । অফিসিয়ালি এই প্রথম এক বিশাল প্রাইজের সাথে ল্যান টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে । আগে টুর্নামেন্টটি শুধু ভার্সিটিতে সীমাবদ্ধ থাকলেও এবার ভার্সিটির সাথে যোগ দিতে যাচ্ছে কলেজও।

প্রথম অফিসিয়াল ল্যান

এর আগে মোবাইল লিজেন্ডস থেকে অফিসিয়ালি অনেক টুর্নামেন্ট হয়ে গেছে। যেরকম MBC, MCB, IUC ইত্যাদি। তবে ঐগুলো সব অনলাইন টুর্নামেন্ট ছিল। অনলাইন আর ল্যান টুর্নামেন্ট এর মধ্যে বিস্তার তফাৎ যারা আগে ল্যান উপভোগ করেছেন তারাই জানেন। এই প্রথম মোবাইল লিজেন্ডস থেকে অফিসিয়ালি ল্যান হতে যাচ্ছে এটি। সুতরাং আর দেরি কেন? এখনই রেজিষ্ট্রেশন করে ফেলুন ল্যানটি উপভোগ করতে।

কারা যোগ দিতে পারবে টুর্নামেন্টটিতে?

বাংলাদেশের যেকোন কলেজ কিংবা ভার্সিটির যেকোনো শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে। কিছু ডকুমেন্ট প্রমাণ হিসেবে দেখিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবে যেকেউ। তবে আপনার ভার্সিটি তে বা কলেজে কমপক্ষে একটি টিম থাকতে হবে। আবার আপনি কোনো প্রতিষ্ঠানে পড়াশুনারত না থাকলে আপনি আপনার প্রাক্তন প্রতিষ্ঠানের হয়ে যোগ দিতে পারবেন। এতে আপনার আগের প্রতিষ্ঠানের কিছু ডকুমেন্ট সাবমিট করলেই হবে।

প্রাইজপুল

আগের ইন্টার ভার্সিটি চ্যাম্পিয়নশিপে প্রাইজপুল ১৫০ হাজার ডায়মন্ডে সীমাবদ্ধ থাকলেও এটি এই টুর্নামেন্টে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৫০ হাজার। এখানেই শেষ নয়, যোগ হতে পারে আরো ডায়মন্ড। এছাড়া তো বিভিন্ন কনটেস্ট ইভেন্ট, কুইজ প্রতিযোগিতা, ব্লগ কনটেস্ট এবং লাইভ গিভওয়ে তো আছেই।

উপসংহার

২১ শতকে স্পোর্টসে একটি বিশাল জায়গা দখল করে নিয়েছে ইস্পোর্টস । বর্তমান বিশ্বে এটি দৈনন্দিন জনপ্রিয়তা লাভ করেই চলেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরও এই সেক্টরটিকে এগিয়ে নিতে হবে। আর মোবাইল লিজেন্ডস এই পথটাকে সহজ করে দিচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট লঞ্চ করে। তারই একটা অংশ হলো ICC। ICC বাংলাদেশের ইস্পোর্টস সেক্টরটিকে আরো একধাপ উপরে তুলে দিবে যা আমরা আশাবাদী। সাথে আমাদের পড়াশুনার একঘেয়েমিতা দূর করে ছাত্রজীবনটাকে করে তুলবে রঙিন।